আমার বরাবরই অনিয়মিত মাসিক ছিল। ফেমিকন পিল খেতে শুরু করার পর মাসিক প্রতি মাসে ঠিক সময় মত হত।গত ২ মাস আগে পিল খাওয়া বন্ধের পর মাসিক ও বন্ধ হয়ে গিয়েছে। তবে গত ১ মাস অনিয়ন্ত্রিত মিলনও সম্পন্ন হয়েছে এবং ২০ দিনে আগে টেস্টে কিটে প্রেগ্ন্যাসির নেগেটিভ এসেছে। এখন আমার করণীয় কি?